সবার কথা বলে

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন – শেখ মোহাম্মদ আজহার

0 1,792

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন – শেখ মোহাম্মদ আজহার।

এম এ জব্বার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের ত্রান ও সমাজকল্যান সম্পাদক শেখ মোহাম্মদ আজহার। তিনি বলেছেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয়।

ঈদ উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের ও ঢাকা ৪ এর শ্যামপুর – কদমতলীর সকল বাসিন্দার প্রতি অভিনন্দনও জানান তিনি। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি।

বুধবার (২৮জুন) সংবাদের পাতা’কে পাঠানো এক বাণীতে ঈদ শুভেচ্ছা জানান শেখ মোহাম্মদ আজহার।

বাণীতে তিনি বলেন, প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা।

ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।

হযরত ইব্রাহিমের (আ.) মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ মোহাম্মদ আজহার।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.