আমরা মানুষ জাতি
কবি জামাল
খুশিতে হাসিতে আসলো আবার নতুন একটি ঈদ
মনের দাবিতে উড়ো চিঠিতে গাইলাম একটি গীত
কুরবানিতে পশুর রক্তে ঝরিয়ে পেলো সব ক্লেদ
কালো ধলো আমির ফকির নেইকো কোনো ভেদ
সবাই আমরা মানুষ জাতি
ধর্ম যদিও মনে রাখি
জাত বিজাতের ভেদ ভুলিয়ে
দু:খ সুখে পাশে থাকি।
আমরা মানুষ জাতি,,,,,,,,,।।
কুরবান নয় দলাদলি দাম গোশতের বাহাদুরি
কুরবানি হয় মনের সাথে জিহাদ করার আহাজারি
শান্তি খুঁজতে, ভুল ভাঙাতে
স্বর্গটাকে আপন করতে
মানব প্রেমে জরিয়ে নিজের
খোলো দুটি আঁখি।
আমরা মানুষ জাতি,,,,,,,,,,,,।।
গর্ব পুড়িয়ে বিবেক সাজিয়ে নতুন রূপে জীবন
মানুষ হয়ে বেঁচে থাকো তুমি কোমল করে মন
পাবেইতো তবে সম্মান
পাবে বিধাতার রহমান
তবে সহিহ কর উঠে এসো
কুরবান নামের ত্যাগী।
আমরা মানুষ জাতি,,,,,,,,,,,,,,।।