0 372

ঈদের দিনে বাবার সাথে ঘুরতে বেড়িয়ে অটোরিক্সার চাপায় শিশুর মৃ’ত্যু।
মাসুদুর রহমান – সৈয়দপুর(নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে ঈদের দিনে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে লা’শ হয়ে বাড়িতে ফিরলো শিশু কন্যা রিফাত আক্তার (৮)। বৃহস্পতিবার ঈদের দিন বিকেল আনুমানিক ছয়টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কেশুরভাঙ্গা নামক এলাকায় এ ম’র্মা’ন্তি’ক – দু’র্ঘ’ট’নাটি ঘটেছে। এ ঘটনায় আদরের শিশু কন্যাকে হারিয়ে তার বাবা-মা এখন পাগল প্রায়।
জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বুড়িরহাট এলাকার আব্দুর রাজ্জাক। তিনি আজ ঈদের দিন বিকেলে শিশু কন্যা রিফা আক্তারকে নিয়ে পার্বতীপুর – সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে আসেন। শিশু কন্যাকে নিয়ে সেখানে বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করেন এবং আদরের শিশু কন্যাকে চটপটিও খাওয়ান। এরপর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে শিশু কন্যা রিফাত আক্তারের হাত ধরে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিলেন।
এ সময় সৈয়দপুর থেকে পার্বতীপুর অভিমুখী দ্রুতগতির একটি অটোরিক্সা তাদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পরবর্তীতে পেছনে থাকা অপর একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা শিশু কন্যা রিফাত আক্তারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃ’ত্যু ঘটে।
চোখের সামনে অতি আদরের কন্যা শিশুর মৃ’ত্যু’তে বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা আব্দুর রাজ্জাক। আর ঈদের খুশীর দিনে শিশু কন্যার মৃ’ত্যু’তে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান দূর্ঘটনায় শিশু কন্যার মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপ’মৃ’ত্যু মামলা হয়েছে। লাশের সুরতহার প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।