প্রতারক চক্রের খপ্পরে পরে মাথায় হাত সাইজুদ্দির।
শামীম আহম্মেদ জয়,মতলব উত্তর (চাঁদপুর):
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ ছেংঙ্গাচর গ্রামের মৃত জালাল উদ্দিন দেওয়ানের পুএ। সাইজুদ্দিন একজন শারীরিক প্রতিবন্ধী, ২০২১ সালে সরকারী অনুদানের একটি প্রতিবন্ধী কার্ড পান। তার পর তিন মাস পরপর ২৫০০ টাকা করে পেয়ে থাকেন। অসহায় অসচ্ছল সাইজুদ্দিন এই ভাতায় কোনোরকম দিনজাপন করে আসছেন।
২৪ জুন ২০২৩ইং একটি কল আসে তার ফোনে, তাকে বলা হয়, তার কার্ডটি প্রবলেম হয়েছে। সেটাকে সংস্কার করতে হবে তাহলে তিনি ভাতা পাবেন নয়তো তিনি আর ভাতা পাবেন না। এমতাবস্থায় সহজ সরল সাইজুদ্দিন কোড নাম্বারটা বলে দেন। তার পর ২৭ তারিখ সাইজুদ্দিন ভাতার টাকা উঠানোর জন্য স্থানীয় বিকাশ দোকানে গেলে,তিনি জানতে পারেন তার ভাতার টাকা উঠানো হয়েছে। তখন সাইজুদ্দিন ভেঙ্গে পড়েন, এবং তিনি বুজতে পারেন, তিনি প্রতারকের খপ্পরে পরেছেন।
তিনি বলেন আমি না বুজে কোড নাম্বার দিয়ে প্রতারিত হয়েছি।এখন আমার একটাই চাওয়া আমার কার্ডটি যেনো সংশোধন করে দেয়া হয়।