0 371

সৈয়দপুরে সামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
মাসুদুর রহমান – সৈয়দপুর নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন ওই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে সামসুল হক ফাউন্ডেশন। এতে অংশ নেয় ফাউন্ডেশনের শতাধিক নেতা কর্মী। ওই শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফুল হক বাবু।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাইয়ুম খান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পীর মোহাম্মদ ও মিস্টার আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য বলেন, সংগঠনের সৈয়দপুর শাখা কমিটির সভাপতি মোহাম্মদ আলীসহ অনেকে।
শুভেচ্ছা বিনিময় শেষে সামসুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আশরাফুল হক বাবু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফুল হক বাবু বলেন, তিনি একজন সমাজসেবক এবং অবাঙ্গালী নেতা। সৈয়দপুরে ২২টি উর্দুভাষী ক্যাম্পের অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করে চলেছেন। এখন পর্যন্ত তিনি তাদের পাশে থেকে কাজ করছেন।
তিনি বলেন বর্তমান সরকার অবাঙ্গালীদের ভোটার করেছেন। নানা প্রকার সুযোগ করে দিয়েছেন। সৈয়দপুরের ক্যাম্পগুলো আর পুর্বের মত নোংরা নেই। এখন বসবাসের একটা সুন্দর পরিবেশ হয়েছে। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।