0 432

মাগুরার শ্রীপুরের নোহাটা প্রাথমিক বিদ্যালয়ে সবুজ আন্দোলনের নিম গাছ রোপন ও বই বিতরণ।
মোঃ মিরাজ শেখ – মাগুরা:
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে নোহাটা উওর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩ জুলাই সকালে” নিম গাছের প্রজনন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বই বিতরণ”র আয়োজন করে।
সবুজ আন্দোলন মাগুরা জেলা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মিরাজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
উদ্বোধক ছিলেন সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান কনক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিম গাছের প্রজনন বৃদ্ধিতে সারা বাংলাদেশে সরকার ও নার্সারি ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশীয় প্রজাতির নিমগাছ মানুষ ও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে মিমের প্রজনন আশঙ্কা জনক হারে কমছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসলে ২৫ ভাগ সবুজায়ন নিশ্চিত করা সম্ভব। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। সবুজ আন্দোলন সারাদেশে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের মাঝে সচেতনতা তৈরিতে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা ও নোহাটা উওর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিএম হারুনার রশীদ।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যাবসায়ী আকিনুর মুন্সী, ইউপি সদস্য সোহেল বিশ্বাস বাবু, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক মোঃ মহসিন মোল্লা, মোঃ রাব্বি হোসেন প্রমূখ।