সবার কথা বলে

প্রসব বেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রা’ণ হারালেন মা ও নবজাতক

0 388
প্রসব বেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দু’র্ঘ’ট’না’য় – প্রা’ণ হারালেন মা ও নবজাতক।
মাসুদুর রহমান-সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারী সৈয়দপুর সড়কের শিমুলতলী নামক স্থানে গতকাল শনিবার রাত সাড়ে ১২টার সময় এই ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট’না’টা ঘটে। শারমিন আক্তার (২৭) প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু পথেই ট্রা’কে’র চাপায় পি’ষ্ট হয়ে মা’রা যায় শারমিন। গর্ভের সন্তানটিও পেট থেকে বেরিয়ে ঘটনাস্থলে মা’রা যায়। দু’র্ঘ’ট’না’য় পি’ষ্ট হয়ে পেট থেকে বেরিয়ে আসা নব’জা’তক শিশুটাকে উদ্ধার করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। নব’জাতক’কে যেখানে পাওয়া গেছে সেখান থেকে এক কিলোমিটার দূরে পাওয়া গেছে মায়ের লাশ।
মায়ের লা’শ’টি ছিল ছিন্নভিন্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটো রিক্সাটি সড়কের এই স্থানে এলে পিছন থেকে একটি ট্রাক সেটিকে ধা’ক্কা দিয়ে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার পথ।
এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রা’কে’র চাকায় পি’ষ্ট হন শারমিন ও এ সময় ভূমিষ্ঠ হওয়া গ’র্ভে’র স’ন্তা’ন। দু’র্ঘট’না’য় গুরুতর আহত হয়েছে শারমিনের সঙ্গে থাকা মেয়ে ইলমা মনি(০৪), মা কহিনুর বেগম (৫০), খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ডোমার পৌরসভার চিকন মাটি কাচারি পাড়া গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে শারমিন আক্তার, আট বছর পূর্বে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকায় হায়দার আলী ছেলে রেজাউল ইসলাম লিটনের সঙ্গে তার বিয়ে হয়। লিটন সৈয়দপুর শহরে দর্জির কাজ করেন। তাদের ইলমা মনি নামে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর শারমিন ডোমারে মায়ের কাছে অবস্থান করছিলেন। শনিবার রাতে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সিএনজি অটোরিকশা যোগে রওনা হন। দুপুর বারোটায় দিকে শারমিন ও তার নব’জাত’কের লা’শ চিকন মাটি কাচারী পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার মা ও নবজাতকের মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন। মা ও নবজাতকের মৃ’ত্যু’র ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.