সবার কথা বলে

শ্রীপুরে সবুজ আন্দোলনের বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

0 367
মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলনের বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
মোঃ মিরাজ শেখ – মাগুরা:
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা” বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন অনুষ্কঠিত হয়
রবিবার (২ জুলাই) সকাল ১১.৩০ মিনিটে সবুজ আন্দোলন মাগুরা জেলা কমিটির সদস্য মোঃ মুজাহিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
উদ্বোধক ছিলেন ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে সকল জনপ্রতিনিধি পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করলে নির্বিচারে গাছ কাটা কমে আসবে পাশাপাশি বৃক্ষরোপনে সবাই উৎসাহিত হবে। সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সবুজ আন্দোলন কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, জেলা সদস্য মোঃ মিরাজ শেখ, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সচিব তরুন বিশ্বাস।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাম কম্পিউটার অপারেটর ইন্দ্রজিৎ রায়, সংরক্ষিত ইউপি সদস্য নাজমা বেগম, মিনা খাতুন, শাহানাজ পারভীন, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম, মোঃ নবুয়ত আলী, মোঃ উজির বিশ্বাস, দিলীপ কুমার মজুমদার, মোঃ ওয়াজেদ আলী মন্ডল, গোলাম মওলা, হামজা মোল্যা, মোঃ এহসানল্লাহ, মোঃ তোফায়েল আহমেদ, উদ্যোক্তা মোঃ বদরুল আলম, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সদস্য সালমান খান প্রমূখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.