
বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী হ’ত্যা’র প্রতিবাদে মানববন
Daily Sangbader Pata
মো: এমদাদুল – (জামালপুর):
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী হ’ত্যা’র প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করে। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখা।
সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তা আহাম্মেদ, জেলা মুজিব বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জমালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা বলেন, যাদের জন্য আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি , জাতির এই সূর্য সন্তানদের এমন করুণ পরিণতি আমরা মানতে পারি না। স্বাধীনতার ৫২ বছর পর এসে একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হবে এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখিনা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী হ”ত্যা”কান্ডের সাথে জড়িত সকলের ফাঁ’সি দাবি করেন বক্তারা।