সবার কথা বলে

সুনামগঞ্জে খামারখালসহ সকল খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন 

0 469
সুনামগঞ্জে খামারখালসহ সকল খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন।
মোঃ আব্দুল বাছির (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে খামারখালসহ সকল খাল পুনরুদ্ধারের
দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা শাহ কামালের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক(অবঃ) চিত্তরঞ্জন তালুকদার, সভাপতি এনাম আহমেদ, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, জাসদ নেতা বিদ্যুৎ কুমার দে, পৌর কলেজের প্রভাষক কাঞ্চন বৈদ্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ থেকে ২০-২৫ বছর আগে প্রচুর বৃষ্টি হতো বর্ষায়, কিন্তু বন্যা হতো না, এখন বর্ষা আসলেই সামান্য বৃষ্টিতে বন্যা হয়ে যায়। শহরে গত বছরের মতো এবারো ভয়াবহ পরিস্থিতি হতো যদি আর কয়েক দিন বৃষ্টি হতো। এমন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য শহরের সব কয়টি খাল উদ্ধার করতে হবে পাশাপাশি হাওড়ে দেয়া অপরিকল্পিত বাঁধ ভেঙ্গে দিতে হবে। হাইকোর্টের নির্দেশনা আছে খালগুলো যার দখলেই থাকুক না কেন সেগুলো উদ্ধার করতেই হবে।
সুনামগঞ্জ শহরের ওই খালগুলো হলো তেঘরিয়াখাল, বড়পাড়াখাল, কামারখাল, বলাইখালী ও নলুয়াখালী খাল। একসময় খালগুলোতে ব্যাপক পানির প্রবাহ ছিল। শহরের পানিনিষ্কাশনে বিশেষ ভূমিকা রাখত এই খালগুলো। আদালতের আদেশ থাকার পরেও ৫ টি খাল উদ্ধারের কার্যক্রম শুরু করেননি দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.