0 413

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ কমিটিকে স্থগিত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
মাসুদুর রহমান:
রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভা থেকে ঢাকায় ফিরে ২৪ ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা।
গত রোববার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নেতাদের উপস্থিতিতেই নিজ দলের নেতাদের সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারধর করেছিলেন রংপুর জেলা ছাত্রলীগের কর্মীরা।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি স্থগিতের কথা জানা যায়। একই সঙ্গে মহানগর ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা। যদিও গণমাধ্যমে পাঠানো সংবাদে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে কমিটি গঠনের ১ বছর পার হতে না হতেই জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিবদমান গ্রুপিং ও সমস্যা নিরসনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ রোববার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
তাঁদের উপস্থিতিতে সে দিন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলকে বেধড়ক পেটায় রংপুর জেলা ছাত্রলীগের কর্মীরা। ধারণা করা হচ্ছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।