সবার কথা বলে

সুনামগঞ্জে কমছে নদ- নদীর পানি

0 385
সুনামগঞ্জে কমছে নদ- নদীর পানি
মোঃ আব্দুল বাছির – সুনামগঞ্জ :
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে নদীর পানি। এতে জেলার কোনো কোনো এলাকার নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বুধবার ২৪ ঘণ্টায় সুরমা নদীর ছাতকে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার
উপর দিয়ে পানি প্রাবাহিত হলেও  সুনামগঞ্জ ১৩ সেন্টিমিটার ও দিরাই পয়েন্টে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাছাড়া সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫ মিলিলিটার বৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত কমায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এভাবে থাকলে দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.