সবার কথা বলে

কাউন্সিলর প্রার্থী সারফুদ্দিন সরকার শাওনের উঠান বৈঠক

0 646

কাউন্সিলর প্রার্থী সারফুদ্দিন সরকার শাওনের উঠান বৈঠক।

শামীম আহম্মেদ জয়

মতলব উত্তর চাঁদপুর:

ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সারফুদ্দিন সরকার শাওন। ঢালী কান্দী মফিজুল প্রাধানের বাড়ীতে এলাকাবাসী কে সাথে নিয়ে উঠান বৈঠক করেন।

 

উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আমির হোসেন,সমাজ সেবক গোলাম মোস্তফা (কালু),গোলাম মর্তূজা,ফারুক, ইস্রাফিল হোসেন, সোহরাফ,সহ স্থানিয় এলাকাবাসী। উক্ত উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী সারফুদ্দিন সরকার শাওন বলেন, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম হুমায়ুন সাহেবের আত্তার মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুখে, সর্বদা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভোটের মাধ্যমে , আমাকে নির্বাচিত করলে আমার ৮ নং ওয়ার্ডে আপনাদের সেবা করার জন্য একটি দাতব্যচিকিৎসালয় গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং নবীন প্রবীনের সম্নয়ে একটি উন্নত ওয়ার্ড উপহার দিবো ইনশাআল্লাহ।

 

উক্ত উঠান বৈঠক সভাপতিত্ব করেন শরীফ প্রধান ও পরিচালনা করেন আনিছুর রহমান আনিছ গোলদার।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.