সবার কথা বলে

খাল পুনরুদ্ধারের দাবিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

0 364
খাল পুনরুদ্ধারের দাবিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানববন্ধন। 
মোঃ আব্দুল বাছির – (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে জন্য সুনামগঞ্জ পৌর শহরের খামারখালসহ ৫টি খাল পুনরুদ্ধারের দাবিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই  রবিবার  সকাল ১০  ঘটিকার সময় আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরে অল্প বৃষ্টি হলেই শহরের ঘরবাড়ি রাস্তাঘাট বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে যায়। চলাচলে মানুষের বিগ্নতা সৃষ্টি হয়। জান মালের অনেক ক্ষতি হয়। এসময় তারা অবিলম্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে পৌর শহরের ৫টি খাল উদ্ধারের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব তৈবুর রহমান বাবুল বলেন, সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে ০৫টি খাল অপসারণের উদ্যোগ নেন।
এসময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি সহ সিনিয়র আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.