
ভূল্লীতে সোনালী ব্যাংক ও ভূল্লী ডিগ্রি কলেজ এর সোনালী পেমেন্ট চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান।
জহিরুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ভূল্লীতে সোনালী ব্যাংক পি এল সি এর সোনালী পেমেন্ট গেটওয়ে সেবার মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় করন শীর্ষক চুক্তি পত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পি এল সির পক্ষে ঠাকুরগাওঁ প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, ভূল্লী ডিগ্রি কলেজ এর পক্ষে ছিলেন সন্মানিত অধ্যক্ষ জনাব জুলফিকার আলি। ১০ জুলাই ২০২৩ সোমবার বিকাল ৬ টার সময় সোনালী ব্যাংক ভূল্লী শাখা কার্যালয়ে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলে, ভূল্লী থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক এবং ৫ নং বালিয়া ইউনিয়ন বি এন পি সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী, ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক সুজন আলী এবং একই সাথে উক্ত শাখার ম্যানেজার এর বিদায় ও নতুন ম্যানেজার এর দায়িত্ব গ্রহন করার সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব সাইয়েদ শাহজামাল, এ জি এম সোনালী ব্যাংক পি এল সি, প্রিন্সিপাল অফিস, ঠাকুরগাওঁ, জনাব এ কে এম সুলতান মাহমুদ, এ জি এম সোনালী ব্যাংক পি এল সি ঠাকুরগাওঁ শাখা, সোনালী ব্যাংক ভূল্লী শাখার বিদায়ী শাখা ব্যাবস্থাপক হরিশ চন্দ্র, নতুন দায়িত্ব প্রাপ্ত শাখা ব্যাবস্থাপক দিদারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ব্যাবসায়ী ও গ্রাহক সহ আরো অনেকেই।