0 465

বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি- ২০২৩।
মো: মাসুদুর রহমান – (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ জুলাই সৈয়দপুর সরকারী কলেজ ক্যাম্পাসে ওই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ আবদুল লতিফ তারিন।
বৃক্ষরোপণ কড়মসূচির উদ্বোধন শেষ এক আলোচনা সভার আয়োজন ছিল। ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সবুর আলম।
এতে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
বিশেষ অতিথি নীলফামারী জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, সাধারণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম। এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু।
উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান লেলিন ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল। কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সহসভাপতি মোল্লা বায়েজীদ আহমেদ, পুলক, রোকনুজ্জামান রোকন, গোলাপ, বায়েজীদ, মোতালেব, সাগরসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন চলমান। এখন মানুষ সুখে আছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর গরীব দেশ নেই। এটি এখন উন্নত দেশ। বিশ্বে যখন হাহাকার তখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে ষড়যন্ত্রকারী আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। তাদের ষড়যন্ত্র শক্তহাতে দমন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথি তারিন আহমেদ বলেন, দেশের উন্নয়ন সমুন্নত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। আর এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন বিএনপি জামাত কৃষককে সার দিতে পারেনি। সার চাইলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের শোভা মন্ডিত গাছপালা কেটে বিএনপি জামাত নাশকতা করেছে। অগ্নিসংযোগ করে তারা মানুষকে পুড়ে মেরেছে। এদের থেকে দুরে থাকতে হবে।
প্রধান বক্তা বিশ্বনাথ সরকার বলেন, দেশ আজ সকল ক্ষেত্রে উন্নত। দেশের মানুষ এখন অনেক সচেতন। প্রধানমন্ত্রী গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানামুখী সুবিধা চালু করেছেন।