আরো চাই
মোঃ জাহাঙ্গীর আলম বেপারী
যার আছে যাই,
বেশ চলছে ভাই।
তারপরও সবে,
আরো বেশি চাই।
অসুখ হলে বাচতে চাই,
বেচে গেলে সুস্হ চাই।
সুস্হ হলে সুখ চাই,
সুখী হলে সম্পদ চাই।
সম্পদ পেলে দাপট চাই,
দাপট পেলে প্রভাব চাই।
প্রভাব পেলে খ্যাতি চাই,
যা নাপাবো তাও চাই।
সব আছে তবুও চাই,
অনেক আছে আরো চাই।
চাওয়ার কোন শেষ নাই,
লোভের অন্ত, তৃপ্ত নাই।
মরন কালে আপন বলতে
সঙ্গের সাথী কিছুই নাই।