নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে ও
মানুষ ভালো আছে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদ-(আবদুল্লাহ আল মামুন):
বুধবার বিকালে নওগাঁর সাপাহারে মহিলা কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাপাহার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সারা পৃথিবীতে নিত্যপণ্যের দাম বেড়েছে।
আমাদের দেশেও বেড়েছে। তারপরও দেশের মানুষ ভালো আছে। অনেক দেশের তুলনায় ভালো আছে।’
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তার মানে এই নয় যে বিদেশীরা নির্বাচনে হস্তক্ষেপ করবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিধান নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে। কৃষক, শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পায়না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে। শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজাহান হোসেন মন্ডল বক্তব্য রাখেন।