0 504

মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মোঃ মিরাজ শেখ – (স্টাফ রিপোর্টার):
মাগুরার শ্রীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ও বুধবার এ দুইদিন ব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন প্রতিযোগিতা।
বিভিন্ন ভেন্যুতে পৃথক পৃথকভাবে নির্ধারিত পরিচালনা কমিটির মাধ্যমে প্রত্যেক ইভেন্টের প্রতিযোগিদের মধ্য থেকে মেধা ভিত্তিক তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করে বিজয়ী ঘোষনা করা হয়। ২০২২ সালে করোনা ভাইরাস জনিত কারণে অনুষ্ঠান না হওয়ায় এ বছর ২০২৩ ও ২০২৩ সালের অনুষ্ঠান এক যোগে পৃথক পৃথকভাবে দুইদিন ধরে উদযাপন করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান দুটির সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সহকারি কমিশনার (ভুমি) শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিজয়ী প্রতিযোগিদের পুরস্কারস্বরুপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। উপজেলা পর্যায়ের প্রত্যেক ইভেন্টের প্রথম স্থান অধিকারীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে। তৃনমুল থেকে শিশুদের প্রতিভা অন্বষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।