সবার কথা বলে

কোথায় থাকবে জোর

0 406

কোথায় থাকবে জোর

রচনায় : সৈয়দ ইসমাইল হোসেন জনি

মরণ কথা স্মরণ করো
সকল মোমেন ভাই ,
ভেজাল মুক্ত জীবন গড়ো
নইলে উপায় নাই ।

রঙের ভবে পইরা রবে
তোমার আমার লাশ
খানিক পড়ে দাফন হবে
কাটবে সবাই বাশ ।

থমকে যাবে জীবন চাকা
নাইরে কারও ছাড় ,
পুণ্যের খাতা থাকলে ফাঁকা
কেমনে হইবে পাড় ?

সময়গুলো লাগাও কাজে
নইলে করবে ফেল ,
সকাল সাঁঝে কবর মাঝে
খাটবে তখন জেল ।

কেউবা পরে কেউবা আগে
যাইবে শ্মশান ঘোর ,
ভাবতে বড়ো অবাক লাগে
কোথায় থাকবে জোর ?

রচনাকাল : ২৯/০৩/২০২৩ ইং বুধবার

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.