সবার কথা বলে

মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0 336
মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 
মোঃ মিরাজ শেখ – (স্টাফ রিপোর্টার):
মাগুরা জেলা আওয়াামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে স্থানীয় নোমানী ময়দানে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
পরে জেলা আওয়াামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিয়াজুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জামির হোসেন প্রমুখ।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.