সবার কথা বলে

ঢাকায় বাসের ধাক্কায় আইনজীবী নি’হ’ত

0 373

ঢাকায় বাসের ধাক্কায় আইনজীবী নি’হ’ত

নিজস্ব প্রতিবেদক – (আবদুল্লাহ আল মামুন):

রবিবার (১৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে
যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ছিঁটকে পড়ে পারভিন সুলতানা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পারভিন সুলতানা পেশায় একজন আইনজীবী ছিলেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক তার ভাতিজা শাখাওয়াত হোসেন হিমেলও (৪০) আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় লাভলী পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে, সেই সঙ্গে বাসটির চালককেও আটক করা হয়েছে।’ নিহত আইনজীবীর মরদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান তিনি।

আহত শাখাওয়াত হোসেন হিমেল জানিয়েছেন, মোটরসাইকেলে করে বাসায় ফিরার পথে যাত্রাবাড়ি থানাধীন হানিফ ফ্লাইওভারে ওঠার সময় একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন।

নিহতের বড় ভাই ফরিদ উদ্দিন জানিয়েছেন, তার বোন ভাতিজাকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ আদালতে গিয়েছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.