সবার কথা বলে

এক দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির পদযাত্রা

0 364
এক দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির পদযাত্রা
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে পদযাত্রা করেছে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে পদ করে ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের নেতৃত্বে পদযাত্রাটি পাবলিক লাইব্রেরী মাঠ হতে শুরু হয়ে চৌরাস্তা হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পদযাত্রার আগে পাবলিক লাইব্রেরী মাঠে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্র দলের সভাপতি মো. কায়েস সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় তারা এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ দখলের রাখার হুঁশিয়ারি ও দেন।
বক্তব্য শেষে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রায় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজ পথ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.