0 337

নীলফামারী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা।
নীলফামারী প্রতিনিধি – (মোঃ মাসুদুর রহমান):
বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে ১৭ ই জুলাই সোমবার বিকাল ৪ টার সময় নীলফামারী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিটি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এখানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং সভাটি পরিচালনা করেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মনতাজুল হক। ৩০ শে জুলাই রংপুরের মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিবিধ আলোচনা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলার প্রতিটি উপজেলা থেকে মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য আলোচনা করা হয়। এখানে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ।
উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দগন। কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের শুভযাত্রাতে রংপুর থেকে শুরু করতে চাচ্ছেন। রংপুরের পুত্রবধু হিসাবে।
এই মহা সমাবেশ সুন্দর শান্তিপূর্ণভাবে গোটা নীলফামারী জেলা আওয়ামী লীগের দায়িত্ব পূর্ণভাবে এই মহাসমাবেশ সাফল্যমন্ডিত করে তোলার জন্য আলোচনা করেন।