শিহরণ সোনাগাজী শাখার সাংস্কৃতিক কর্মশালা-২০২৩ সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদক - ( আবদুল্লাহ আল মামুন):
ফেনী জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ' সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে অর্ধ দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা-২০২৩ সম্পন্ন হয়।
সংসদের সহকারী পরিচালক মেহেদী হাসান ইমনের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি 'সিন্দাবাদ শিল্পীগোষ্ঠী' কুমিল্লার সাবেক পরিচালক জনাব নাছির আহমেদ। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগীত প্রশিক্ষক, জনপ্রিয় শিল্পী ও সুরকার মাহমুদ ফয়সাল এবং আবৃত্তি প্রশিক্ষক হিসেবে ছিলেন বাচিক শিল্পী শরীফ মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ সোনাগাজী উপজেলা শাখার পরিচালক মোহাম্মদ হাসান সহ অন্যান্য সাংস্কৃতিক দায়িত্বশীলবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৪৫ জন ডেলিগেট উপস্হিত ছিলেন।
শিশু শিল্পী ও কিশোর শিল্পীদের মন মাতানো পরিবেশনায় আমন্ত্রিত অতিথিরা শিহরন সাহিত্য সাংস্কৃতিক সংসদের ভুয়সী প্রশংসা করেন।
সুরভিত ভোরের প্রতীক্ষায় ও অপসাংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির প্রসার ঘটাতে শিহরন সাহিত্য সাংস্কৃতিক সংসদ ভবিষ্যতে আরো বেশী অগ্রনী ভুমিকা পালন করবে এই আশাবাদ ব্যাক্ত করেন অনুষ্ঠানের আলোচিত বক্তারা।
আয়োজিত কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন শিহরণ সোনাগাজী শাখার প্রধান উপদেষ্টা জনাব আব্দুল হান্নান সোহাগ।