
বৃষ্টির দিনে
রচনায়ঃ সৈয়দ ইসমাইল হোসেন (এস.আই. জনি)
রিমিঝিমি সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুরটুপুর ,
খুকুর পায়ে সোনার নুপুর
নুপুর বাজে ঝুমুরঝুমুর ।
জুঁই চামেলি ফুটছে বনে
গন্ধ বিলায় আপন মনে ,
খেলা করে তারার সনে
চুপিচুপি সঙ্গোপনে ।
ঝুমকো জবা হাওয়ায় দুলে
কদম ফুলে পাপড়ি খুলে ,
গাছের ডালে বাদুড় ঝুলে
ময়ূর নাচে পেখম তুলে ।
শাপলা ফোটে বিলের জলে
পাল তুলিয়া নৌকা চলে ,
গগনতলে মেঘের দলে
ভেসে বেড়ায় পলেপলে ।
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
দূর দিগন্তে মনটা হারায় ,
ছেলের দলে পাড়ায় পাড়ায়
বৃষ্টির জলে ভেলা ভাসায় ।
কলা গাছের ভেলায় চড়ে
সবে মিলে খেলা করে ,
রঙবেরঙের ফড়িং ধরে
কেউ লাফিয়ে জলে পড়ে ।
বাসা থেকে পাখির ছানা
নিচে পরে ভাঙলো ডানা ,
মাঝেমাঝে বৃষ্টির হানা
কেউ শোনে না কারো মানা।
বর্ষার দিনে এই লগনে
পাখি উড়ে দূর গগনে ,
ডাহুক লুকায় কাশের বনে
দোলা লাগে সবার মনে ।
কলমী লতার ডগার পরে
ঘাস ফড়িং এ খেলা করে ,
পাখিগুলো পোকা ধরে
খায় সেগুলো উদর ভরে ।
বউ ঝিয়েরা ঘরের কোণে
নকশীকাঁথায় স্বপ্ন বোনে ,
নানারকম গল্প শোনে
সময় কাটে বিনোদনে ।
জীবন খাতার পাতার ফাঁকে
হাজার রকম চিত্র আঁকে ,
রাঙায় সবার জীবনটাকে
সেই আনন্দ বলবো কাকে?
এস.আই. জনি ভেবে বলে
তৃষ্ণা মেটে বৃষ্টির জলে ,
তরতাজা হয় গাছের দলে
বর্ষার দিনে বৃষ্টির ফলে ।
বৃষ্টি পড়ে ঘরের টিনে
কবি-লেখক ছন্দ কিনে ,
যায়না বোঝা বৃষ্টি বীনে
দারুণ মজা বৃষ্টির দিনে ।
রচনাকালঃ ০৪/০৭/২০০৮ ইং