সবার কথা বলে

“ভালো কাজের হোটেল “কে পাঁচ কোটি টাকা সমমূল্যের জায়গাসহ বাড়ি বরাদ্দ

0 354

“ভালো কাজের হোটেল “কে পাঁচ কোটি টাকা সমমূল্যের জায়গাসহ বাড়ি বরাদ্দ ।

নিজস্ব প্রতিবেদক – (আবদুল্লাহ আল মামুন):

ভালো কাজের বিনিময়ে খাবার এই শ্লোগানকে সামনে প্রতিষ্ঠিত!”ভাল কাজের হোটেল” কে
পাঁচ কোটি টাকা সমমূল্যের জায়গাসহ বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

(বৃহস্পতিবার) ঢাকা ডিসি অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাল কাজের হোটেলের ফাউন্ডার জনাব মোঃ আরিফুর রহমান, কো ফাউন্ডার জনাব মোঃ সিহানুর রহমান আসিফ, ফাউন্ডিং মেম্বার সাকিব হাসান শাওন ও জাকির হোসাইন এর হাতে উক্ত জায়গাসহ বাড়ির কাগজপত্র হস্তান্তর করা হয়।

উপস্থিত ছিলেন ঢাকার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) জনাব পারভেজ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন” ভাল কাজের হোটেলের মাধ্যমে ভাল কাজের পরিমান বৃদ্ধি পাচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার আয়োজনের মাধ্যমে ভাল কাজের হোটেল পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। ভাল কাজের হোটেলের উদ্যোক্তাদের এ ধরনের উদ্যেগের জন্য ধন্যবাদ জানানো হয় এবং পুরো বাংলাদেশে ভাল কাজের হোটেলের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়।
উল্যেখ্যঃ
প্রতিদিন ১২০০ থেকে ১৩০০ জন ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার আয়োজন করছে ভালো কাজের হোটেল। রাজধানীর কমলাপুর, বাসাবো, কারওয়ান বাজার, সাতরাস্তা, বনানী কড়াইল বস্তি এই ও চট্রগ্রামে প্রতিদিন খাবার খাওয়ানো হচ্ছে।

জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত বাড়ির লোকেশনঃ ওয়ারী, ঢাকা।
আনুমানিক জমির পরিমানঃ ৩ কাঠা (এক তলা বাড়ি সহ)

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.