
মরণদশা
সৃজনে: সৈয়দ ইসমাইল হোসেন জনি
জীবন জুড়ে আঁধার এলো
হৃদয় বড়ো আঘাত পেলো ,
আপনজনে লাগছে পিছু
সবার কাছে হলাম নীচু ।
ভাবছি যারে আপন বলে
ভাসায় তিনি নয়নজলে ,
এমন পোড়া কপাল নিয়ে
বাঁচবো বলো কোথায় গিয়ে ?
পাইনা কোনো উপায় খুঁজে
মনের ব্যথা কেউনা বুঝে ,
যাহার লাগি করছি চুরি
গলায় তিনি চালায় ছুড়ি ।
আমায় দিয়ে অনেক আশা
ভাঙলো শেষে সুখের বাসা ,
এমন ভাবে কেমনে পাড়ে
মনের ব্যথা কইবো কারে ?
সকাল-সন্ধ্যা দিবস যামী
চোখের জলে ভাসছি আমি,
আল্লায় যেনো বিচার করে
ঠকছি আমি ধোঁকায় পড়ে ।
জীবন যেনো গোলকধাঁধা
বোঝার ভুলে খেলাম কাদা ,
সুখের কোলে হয়নি বসা
দুখের চাপে মরণদশা ।
রচনাকাল : ১৮/০৭/২০২৩ ইং মঙ্গলবার