সবার কথা বলে

মিছে আশা

0 374

মিছে আশা

সৃজনে: সৈয়দ ইসমাইল হোসেন জনি

সবাই জানে ভবের বুকে
আছি আমি মহাসুখে ,
জানতো যদি মনের কষ্ট
হয়ে যেতো মাথা নষ্ট ।

আমার চোখে ঝরছে পানি
কিযে ব্যথা নিজে জানি ,
ব্যথার নদী বইছে বুকে
মরি আমি ধুকেধুকে ।

আমার বুকে মরণ জ্বালা
সবে বুঝে আছি ভালা ,
বুকের ব্যথা রইলো বুকে
কিভাবে তা বলি মুখে ?

আপনজনে আঘাত হানে
বুঝি নাকো কোনো মানে ,
মুখোশ পড়ে ধোকার বিষে
জেনেশুনে ব্যথা দিছে ।

এমন যেনো হয়না কারো
ধান্দা বাজি সবে ছাড়ো ,
সবাই কেনো লেবাসধারী
বুকে জমা ব্যথা ভারি ।

চায় না মনে থাকতে বেঁচে
স্বপ্ন আশা ভেঙ্গে গেছে ,
দহন জ্বালা হৃদয় মাঝে
প্রতিরোধে ব্যথা বাজে ।

নিজের স্বার্থে সবাই ব্যস্ত
স্বার্থ খুঁজে থাকে ন্যস্ত ,
সকল কিছু বলছি হাচা
কেনো তবে মিছে আশা ?

রচনাকাল : ০৩/০৭/২০২৩ ইং সোমবার

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.