মাগুরায় শ্রীপুর থানায় বিচার চাইতে মানুষের মতো হাজির হনুমান
মোঃ মিরাজ শেখ – মাগুরা:
মাগুরার শ্রীপুর থানায় বিচার চাইতে মানুষ নয়, হাজির হয়েছে হনুমান। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে থানা ভবনের মূলফটক দিয়ে হনুমানটি ঢুকে পড়লো ডিউটি অফিসারের কক্ষে। ধারণা করা হয় হনুমানকে পিটিয়ে আহতের বিচার চাইতে শ্রীপুর থানায় হাজির হয় কালোমুখো হনুমান।
প্রথমে পুলিশের কেউ বুঝতে পারে না, কী কারণে থানায় হনুমান। অবলা জীব হনুমান তার আচরণ ও ভঙ্গি দিয়েই পুলিশকে বুঝিয়ে দিল তার ডান পায়ে আঘাত করা হয়েছে। প্রচন্ড ব্যাথায় কষ্ট পাচ্ছে।
এসময় থানায় ডিউটি অফিসার হিসেবে কর্তব্যরত ছিলেন এস আই মিসুক তিনি জানান, কালোমুখো হনুমান হঠাৎ করে থানায় হাজির হয়। ডান পায়ে ক্ষত নিয়ে হনুমানটি আমার চেয়ারে বসে। শুকনো খাবার দিয়ে এবং হামলাকারীর বিচার হবে বলে ইঙ্গিতে বোঝানো।
ওসি স্যারের নির্দেশে ইউএনও মহোদয়কে জানানো হয় ঘটনাটি। ইউএনও মহোদয় হনুমানটির চিকিৎসা দেওয়ার জন্য থানায় ভ্যাটেনারি ডাক্তার পাঠান। আমাদের সহযোগিতায় ডাক্তার চিকিৎসা দেওয়ার পরে হনুমানটি থানা থেকে চলে যায়।