0 349

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ জুলাই) জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীতের সাথে বেলুন ও পায়ড়া উড়িয়ে সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, এ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
এছাড়া জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।