সবার কথা বলে

কৃষি জমির বালু তুলে দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণ

0 314
কৃষি জমির বালু তুলে দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণ
মোঃ মাসুদুর রহমান
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ফসলের মাঠে জনগোষ্ঠী রাস্তাঘাট না থাকলেও ৩৮ লাখ টাকা ব্যয়ে এলজিইডি’র সেতু নির্মাণের সংবাদ প্রকাশের পর নির্মাণাধীন সেতুর দুই পাশে কৃষি জমিতে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে রাস্তা তৈরি করা হচ্ছে।
সংযোগ বিহীন সেতুটি বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শনে আসবেন সে কারণে কৃষি জমিতে বোমা মেশিন লাগিয়ে দ্রুত বালু তুলে রাস্তা তৈরি করা হচ্ছে। ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের ফসলের মাঠে নির্মাণাধীন সেতুটি নিয়ে নিউজ প্রকাশ করা হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, ওই সেতুর ৫০ মিটার দূরত্বে উভয় পাশে তিনটি বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক। স্থানীয়রা জানান, তিন মাস আগে হঠাৎ করেই ঠিকাদারের লোকজন এসে বিস্তীর্ণ কৃষি জমিতে সেতু নির্মাণের কাজ শুরু করে। সেখানে কোনো রাস্তাঘাট নেই। ওপার থেকে উপজেলা শহরে আসার মতো তেমন কোনো বসতিও নাই।
এই নিয়ে সংবাদ প্রকাশ হলে শনিবার দুপুরের পর থেকে তিনটি বোমা মেশিন লাগিয়ে বালু উঠানো হচ্ছে রাস্তা তৈরির জন্য। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডিমলা উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন এটাতো এমপি করতেছে উনি তো রাস্তা করে দিতে চাইছে। এই বোমা মেশিনগুলো এমপি সাহেবের নির্দেশই চলছে। সেখানকার স্থানীয় লোকজন জমি দিয়েছে ওনারাই বালু তুলতেছে।
তিনি বলেন যারা এই ব্রিজটা চাইছে তারাই জমি দিচ্ছে। তারা বলেছে উচু জমি লাগলেও তারা দেবে। এই বৃজটি হলে ডোমার ডিমলার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। ডিমলা ও পাশের উপজেলার জনগণের সুবিধা হবে। দুইটা আসনই যেহেতু এমপি সাহেবের সেজন্য দুই আসনের জন্য এ কাজ করা হচ্ছে।
সড়কের কাজটা একটু দেরিতে হতো এখন তাড়াতাড়ি করা হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বোমা মেশিন লাগিয়ে বালু তোলার বিষয়ে আমি অবগত নই। অনিয়ম হলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.