সবার কথা বলে

ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলেন সিনিয়র সহকারী সচিব

0 435

ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলেন সিনিয়র সহকারী সচিব।

নিজস্ব প্রতিনিধিঃ( আবদুল্লাহ আল মামুন):

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাজিয়া সুলতানা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো: হায়দার আলী বলেন – ৩০তম বিসিএসের এই কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এক শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.