0 369

বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুভ উদ্বোধন।
মোঃ সাইফুল ইসলাম (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি রেলী বের হয়। রেলিটি বালিয়াডাঙ্গী উপজেলার প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মমিনুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা , উপজেলা মৎস্য কর্মকর্তা জোসনা আরা বেগম,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ১ নং পারিয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল, ৪ নং বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ ৪ জন মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ