প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন উদ্বোধন

মোঃ মিরাজ শেখ - (মাগুরা):
মাগুরার শ্রীপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.সুশান্ত চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা উপ -সহকারী প্রাণিসম্পদ অফিসার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার। এ সময় শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ হুসাইন রাসেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দেব জ্যোতি, উপজেলা পিটিএ কমিটির সভাপতি খালেদুর রহমান টিটো।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.সুশান্ত চন্দ্র রায় বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী সাপ্তাহে পাঁচ দিন ২০০ মিলি দুধের প্যাকেট পাবে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা