বালিয়াডাঙ্গীতে ৯০ পিজ ইবায়াটেবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ীর ইউনিয়নের বড়গোছিয়া গ্ৰ্যামের আসমা বেগম নামের এক মহিলা কে ৯০ পিজ ইবায়াটেবলেট ও নগদ অর্থ সহ জাবেদ আলী এর বসত বাড়ির আঙ্গিনায় তার স্ত্রীর আসমা বেগম কে মাদক বিক্রয়ের সময় নারী পুলিশ এর সহায়তায় সময় হাতে নাতে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি চৌকষ দল ৩১/০৭/২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময়, অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়দের বরাতে জানা যায় জাবেদ আলী ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসা করে আসছিলেন আটক কত আসমা বেগম কে মাদক মামলায় আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।