0 271
মাগুরার শ্রীপুরে এডিস মশা নির্মূলে ফগার মেশিন ব্যবহার।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুরে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগের হাত থেকে এলাকার লোকজনকে রক্ষা পেতে শ্রীপুর সদরের উপজেলা খাদ্য গুদাম,জেলা পরিষদ ডাকবাংলো, থানা কম্পাউন্ড, উপ-স্বাস্থ্য কেন্দ্র, ডিসি পার্ক, মুক্তযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বাস স্ট্যান্ড, থানা সদর জামে মসজিদ, শ্রীপুর সরকারি এস,মি মাধ্যমিক বিদ্যালয়, সাব রেজিস্ট্রারের কার্যালয়,ওয়াপদা খাল, কুমার নদ ও হাট-বাজারের ময়লা আবর্জনা ও নর্দমার বদ্ধ জলে ফগার মেশিনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে।
গত সোমবার (৩১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম চলতে থাকে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর নির্দেশনা ও পরামর্শ মোতাবেক সদর ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর নেতৃত্বে শ্রীপুর সদর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন ফগার মেশিন অপারেটরের মাধ্যমে এ ঔষধ প্রয়োগ করেন।
পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডেই সংশ্লিষ্ট ইউপি সদস্যদের মাধ্যমে এ ঔষধ স্প্রে করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার জানান, বিভিন্ন গ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা পরিষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ৮টি ইউনিয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৮টি ফগার মেশিন প্রদানের পাশাপাশি মেশিন পরিচালনার জন্য ২০ লিটার করে পেট্রোল, ডিজেল ও প্রয়োজনীয় ঔষধ চেয়ারম্যানদের কাছে সরবরাহ করা হয়েছে। তিনি আরোও বলেন, যতদিন এ এডিস মশার উপদ্রব থাকবে, ততদিনই এ অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।