0 266
সৈয়দপুর বিমানবন্দর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আগমনে মুখরিত।
মাসুদুর রহমান – (নীলফামারী প্রতিনিধি):
সৈয়দপুরে নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন শহীদ পরিবারের সন্তান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দগন। মহিলা আওয়ামী লীগ পৌর কমিটির সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী নেতৃত্ব দেন মহিলা আওয়ামীলীগকে। এক কথায় প্রতিদিন মিছিল, মিটিং, সভা সমাবেশে ছিল সৈয়দপুর শহর মুখরিত।
পহেলা জুলাই মঙ্গলবার রংপুরে মহাসমাবেশে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাগেরহাট এক আসনের সাংসদ বঙ্গবন্ধুর ভাতৃসপুত্র শেখ হেলাল। এরপর সৈয়দপুর বিমানবন্দরে আসেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাসিম। গতকাল আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেকে।
সৈয়দপুরবাসির দাবি বিমানবন্দর আন্তর্জাতিককরণ। সৈয়দপুরকে জেলা ঘোষণা। রেলওয়ের জায়গার স্থায়ী সমাধান এবং সৈয়দপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন। ভিআইপি কেবিনে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সৈয়দপুরের উন্নয়নের কথা জিজ্ঞেস করলে এই প্রস্তাবগুলি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দগন কেন্দ্রীয় নেত্রবৃন্দের সামনে উপস্থাপন করেন।