সবার কথা বলে

হাতিয়ায় ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ -১

0 349

হাতিয়ায় ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ – ১

মোঃ এনায়েত হোসেন – (নোয়াখালী):

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। একজন এখনো নিখোঁজ রয়েছে।

বুধবার (২আগষ্ট) দুপুরবেলা হাতিয়া থানাধীন জাহাজমারার দমারচর সংলগ্ন এলাকায় এফবি সোহরাব নামক একটি ফিশিং বোট ১৫ জন জেলে সহ ঝড়ের কবলে পড়ে অতিরিক্ত ঢেউয়ের জন্য ইঞ্জিন বিকল জনিত সমস্যার কারণে পানিতে ভাসতে থাকে। বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বিসিজি স্টেশান হাতিয়া অবগত হলে,দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক আনুমানিক বিকেল সাড়ে ৩টার সময় ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ট্রলারটি সহ হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে আসা হয়। উল্লেখ্য,উক্ত ফিশিং ট্রলারটি গত ২৮ জুলাই ২০২৩ তারিখে মাছ ধরার জন্য সাগরে গমন করে এবং মাছ ধরা শেষে আজ ৬ ঘটিকায় উল্লেখিত ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে।

কোস্ট গার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে জানান,সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।তবে ট্রলারডুবির ঘটনায় এখনো এক জেলে খোঁজ।এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.