সবার কথা বলে

৫০০ পিজি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

0 400
ঠাকুরগাঁওয়ে ৫০০ পিজি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও সদর থানার এসআই হিরণময় কুমার বলেন, ‘আজ দুপুরে মাদক বিক্রির জন্য শহরের দিকে আসছিলেন আটক রুবেল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে তল্লাশি করে। তল্লাশি করে তার প্যান্টের নিচে অন্তর্বাসের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা বের করে পুলিশ। আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’
ঠাকুরগাঁও শহরে গোধুলী বাজার থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক রুবেল ইসলাম রহিম রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার এসআই হিরণময় কুমার।
তিনি বলেন, ‘আজ দুপুরে মাদক বিক্রির জন্য শহরের দিকে আসছিলেন আটক রুবেল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে তল্লাশি করে। তল্লাশি করে তার প্যান্টের নিচে অন্তর্বাসের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা বের করে পুলিশ। আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.