নড়াইলে এক্সপ্রেসে রোড এ-ক্সি-ডে-ন্ট এ প্রা'ন গেলো জামাল উদ্দিনের এতিম হলো দুইটা বাচ্ছা!
এ কে এম মহিউদ্দিন - বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাস নড়াইল এক্সপ্রেস এবং বিআরটিসি ট্রাকের মুখোমুখি সং-ঘ-র্ষে-র ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার ভোর ৬.০০টায়।
এই দু-র্ঘ-ট-না-য় আহত হয়েছেন ৫ জন। নি-হ-ত একজনের খবর পাওয়া গেছে বাকী ৪ জন নড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে আছে । শুক্রবার (৪ আগস্ট) যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এই দু'র্ঘ'ট'না ঘটে।
দু-র্ঘ-ট-না-র খবর নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান।
নি'হ'ত ব্যক্তি হচ্ছেন নারায়ণগঞ্জ প্রো-এক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন।
তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার জাওড়া গ্রামে অবস্থিত।
২ বছরই পূর্বে তার বাবা মারা যান ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার বড়। মৃ'ত্যু'র সময় তিনি মা, স্ত্রী, একছেলে (৪মাস), একমেয়ে(৩বছর) , ৪ভাই ৩ বোন রেখে যান।
পরিবারের দায়ভার তার উপরেই ছিল।
তার পরিবার তার রুহের মাগফেরাতের জন্য দোয়া চান সবার কাছে।