সবার কথা বলে

শিখন ঘর- ২০২২ সেরা ২৫ জন মেধাবীকে বৃত্তি প্রদান

0 361
শিখন ঘর- ২০২২ সেরা ২৫ জন মেধাবীকে বৃত্তি প্রদান
মো: মাসুদুর রহমান – নীলফামারী:
সৈয়দপুর নয়াটোলায় অবস্থিত শিখন ঘর কোচিং সেন্টার মেধাবী ২৫ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।৪ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে শিখন ঘর পরিচালিত শিক্ষকগণ চতুর্থ শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ এক মনমুগ্ধকর পরিবেশে বৃত্তি প্রদান ও সম্মাননা ক্রেস্ট দেওয়ার আয়োজন করেন।
শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার জন্য তাদের এই কর্মসূচি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মহসিনুল হক মহসিন বলেন এভাবেই প্রতিটি শিক্ষাপিঠ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান করলে তাঁরা লেখাপড়ার প্রতি শ্রদ্ধাশীল হবে। এবং অন্যান্য দুর্বল শিক্ষার্থীরাও ভালো রেজাল্ট করার জন্য প্রাণপণ লেখাপড়ায় মনোনিবেশ করবে। প্রতিটি বিদ্যালয়ে এধরনের বৃত্তি দিলে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা পাবে এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য সচেষ্ট থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান সরকার, প্রাক্তন অধ্যক্ষ, কামারপুকুর ডিগ্রী কলেজ, সৈয়দপুর। মো: ওয়াজেদ আলী বসুনিয়া, সাবেক শিক্ষক, সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। মোঃ মাসুদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ।
মোঃ মমিনুর রহমান খান প্রধান শিক্ষক, তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.