সবার কথা বলে

শ্রীপুরে ১১ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ

0 549
মাগুরার শ্রীপুরে ১১ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াবদা মোড় এলাকায় এস আই মোঃ লালটু রহমান ও এস আই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – মাগুরা মহা সড়কে অবস্থান নেয়।
চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মোঃ আবু তাহের (৪০) নামে এক  যাত্রীর দেহ তল্লাসী করে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে আটক করা হয়। আটককৃত  মোঃ আবু তাহের  বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর-হোগলা গ্রামের মৃত-আঃ রহিমের পুত্র।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, ১১ বোতল ফেন্সিডিলসহ আটককৃত মোঃ আবু তাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার থেকে আরো জোরদার করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.