ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থানা পুলিশ কর্তৃক ডিউটি চলাকালীন বিশেষ অভিযান পরিচালনা করে শাহাজান আলী ওরফে বুলু (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৬ আগষ্ট রাতে রানীশংকৈল থানার ৮ নং নন্দুয়ার ইউপির মীরডাঙ্গী পাইকার বস্তুি তাহার বাড়ীর সামনে বাঁশঝাড়ের নিচে কাঁচা রাস্তার উপর হতে ১০ বোতল ফিনসিডিলসহ হাতে – নাতে আটক করে। গ্রেপতারকৃত আসামী শাহাজাহান রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তির তমিজ উদ্দীনের ছেলে।
ফেনসিডিলসহ আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম জানান- রানীশংকৈল থানার মামলা নং-০৭, তারিখ ৬/৮/২৩ইং ধারা-৩৬(১) সারণির১৪(খ)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।