0 565

মাগুরার শ্রীপুরে দাখিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ, সভাপতি ও সুপারের দুঃখ প্রকাশ।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সুপার পদে উত্তীর্ণ হয়েছেন মোঃ বশির উদ্দীন ও সহ সুপার পদে মোঃ আমীরুল ইসলাম।
শনিবার (৫ আগস্ট) অত্র প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার কাজ সম্পন্ন করা হয়। নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন জানান, সুপারিনটেনডেন্ট পদে ৪ জন ও সহ সুপার পদে ৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সুপার পদে মোঃ বশির উদ্দীন, মনিরুজ্জামান, আব্দুল করিম ও লিয়াকত হোসাইন এবং সহ-সুপার পদে মোঃ আমিরুল ইসলাম, এটিএম কামরুজ্জামান ও আব্দুর রব পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
সুপার পদে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ শৈলকূপার নাগপাড়া দাখিল মাদ্রাসার সহসুপার মোঃ বশির উদ্দীন, তিনি দীর্ঘ ২২ বছর ঐ প্রতিষ্ঠানে সহসুপার পদে দায়িত্ব পালন করেছেন। সহ-সুপার পদে নিয়োগ পেয়েছেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুড়িয়া গ্রামের মোঃ আমিরুল ইসলাম, তিনি ২১ বছর যাবৎ মাদ্রাসায় সহকারী মৌলভী পদে দায়িত্ব পালন করেছেন। নিয়োগবোর্ড পরীক্ষায় উপস্থিত ছিলেন, ঢাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি পরিদর্শক (বরিশাল বিভাগ) মোঃ ইমন আমীর, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল ইসলাম, নিয়োগ বোর্ডের সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন, সভাপতি আলহাজ্ব কবির হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কার সিদ্দিক।
মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এসএসসি পাসের রেজাল্ট সম্পর্কে ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন জানান, মাদ্রাসার শিক্ষার্থী ২৫০ জনের উপরে তবে প্রতিদিন ২২০ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। এবছর দাখিল পাসের রেজাল্ট খুবই মানহীন হয়েছে, সাধারণ শাখায় মাত্র ১৩ জন পাস করেছে যেখানে কেউ এ প্লাস পায়নি, এ গ্রেড পেয়েছে মাত্র ৪-৫ জন। অত্র প্রতিষ্ঠানে শিক্ষক ১৭ জন, সুপার ১ জন ও এনটিআরসির ২ জন মহিলা ও পুরুষ শিক্ষক প্রতিষ্ঠানে আছে। নিয়োগের বিষয়ে জানতে চাইলে, ভারপ্রাপ্ত সুপার বাবুল হোসেন জানান, দৈনিক খেদমত ও দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়োগের খবর প্রকাশিত হয়। দুই পদে নিয়োগে কোন আর্থিক লেনদেন হয়নি, সরকারি বিধিমোতাবেক পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষায় উপস্থিতি কম এবং আবেদন পত্র কম বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যে কয়টি আবেদন জমা হয়েছে সেই কয়জনকে নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ মোবাইল ফোনে জানান, সুপার ও সহ-সুপার এই দুই পদে নিয়োগ পরীক্ষা হয়েছে, তবে এই নিয়োগ পরীক্ষার খবর পত্র পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত করা হয়নি বলে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
(২য় পর্ব পরবর্তীতে আসিতেছে)।