সবার কথা বলে

শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

0 383
মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত।
মোঃ মিরাজ শেখ – (মাগুরা):
মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে  ও উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল ও ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মহিলা বিষয়ক ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীবৃন্দ এবং কিশোর-কিশোরী ক্লাবের কর্মচারীবৃন্দ।
সরাসরি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্সের বক্তব্য শেষ হওয়ার পরপরই শ্রীপুরের ৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত হতদরিদ্র নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়। পরিশেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫  আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.