প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ
সৈয়দপুরে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ মাসুদুর রহমান - (নীলফামারী):
গোলাহাট রেল কলোনীর জলাশয়ে জমিলা খাতুন (৬৫) নামের এক নারীর মরদেহ ভাসছিল। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ জলাশয় থেকে তুলে বাসায় নিয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, জলাশয় থেকে মরদেহ তুলে নিয়ে যায় নিহতের পরিবার। পুলিশ বিষয়টি জানতে পেরে পরিবারের কাছে যায়। পরিবারের লোকজন জানান, ওই নারী মানসিক রোগী ছিল। কেমন করে তিনি জলাশয়ে পড়ে মারা গেলেন, তা কেউ বলতে পারেন না। সকালে লোকমুখে শুনে তারা সেখান থেকে মরদেহ তুলে বাসায় নিয়ে যায়। পুলিশকে না জানিয়ে মরদেহ নিয়ে যাওয়ায় তারা ক্ষমা চান।
তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা