
আবু হুরায়রা (রা:) দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা।
নিজস্ব প্রতিনিধি – (আবদুল্লাহ আল মামুন):
ফেনী জেলার সোনাগাজী সদর ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহাপুর আবু হুরায়রা (রা:) দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পুরাতন কমিটির আহবায়ক শেখ ফরিদ মেম্বার বর্তমান নতুন পরিচালনা কমিটির হাতে দায়ীত্ব হস্তান্তর করেন।
নতুন পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি সাইফ উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ মেম্বার,শাহাপুর আবু হুরায়রা দাখিল মাদ্রাসার সুপার নিজাম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মাইন উদ্দিন, সমাজ সেবক আবুল কাশেম চৌধুরী, মাদ্রাসার সিনিয়র সহ- সভাপতি আবদুল হাই, সহ – সভাপতি নুরুল হুদা সায়েম, মো: ওমর ফারুক
, সহ সম্পাদক মিনহাজ উদ্দিন রবিন ও কোষাধ্যক্ষ মো: কাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন – বর্তমান তরুন পরিচালনা কমিটির মাধ্যমে এবং সকলের সহযোগিতায় যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষার সমন্বয় করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শাহাপুর আবু হুরায়রা দাখিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।