সবার কথা বলে

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল সহ – ২ যুবক আটক

0 367
ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল সহ – ২ যুবক আটক
মোঃ সাইফুল ইসলাম – (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও সদরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। যাদেরকে চোর চক্রের সদস্য বলছে পুলিশ। শনিবার ভোরে শহরের গোবিন্দনগরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির জানান।
আটক কৃতরা হলেন – ঠাকুরগাঁও শহরের মুসলিমনগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)। ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক হামিদুর রহমান শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করতে যান।
এ সময় ওই ক্লিনিকের নিচে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন তিনি।“পরে সুযোগ বুঝে চোর চক্র তালা ভেঙ্গে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। অপারেশন শেষ করে হামিদুর নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি আর নেই। তাৎক্ষণিক বিষয়টি থানায় অবহিত করা হলে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।”
ওসি আরও বলেন, শনিবার ভোররাতে গোপন সংবাদের পেয়ে শহরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় আলম ও মাসুদকে। তাদের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে থানায় আরও নয়টি মামলা রয়েছে বলে তিনি জানান।
তাদের বিরুদ্ধে নতুন একটি মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফিরোজ কবির।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.