মাগুরার শ্রীপুরে শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সেখানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, থানা, প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, গার্লস ইন গাইড, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ সুশান্ত চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. হারুন আর রশীদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ক্বারি লিয়াকত আলী।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও যুবঋণের চেক প্রদান করা হয়।